আলমডাঙ্গায় আল্লারদান হোটেলে এন্ড রেস্টুরেন্টে দুর্ধর্ষ চুরি

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলার লাল ব্রিজ সংলগ্ন অবস্থিত আল্লার দান হোটেলে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার সময় সংঘবদ্ধ চোর চক্র হোটেলের পিছনের গ্রীল কেটে ঢুকে দীর্ঘদিন ধরে জমানো মাটির ব্যাংক ভেঙে দেড় লক্ষ টাকা চুরি হয়ে গেছে বলে ঘটনা সূত্রে জানা গেছে। রমজানে সারামাস বিনামূল্যে হোটেলের পক্ষ থেকে  ইফতারের  আয়োজনের উদ্দেশ্যে মাটির ব্যাংকে দীর্ঘদিন ধরে  জমানো দেড়লাখ টাকার বেশি নগদ অর্থ চুরি হয়ে গেছে বলে জানিয়েছে হোটেল মালিক হাফিজুর রহমান হোটেলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গভীর রাতে চোর দক্ষতার সঙ্গে হোটেলের পিছনের গ্রিল কেটে  ভিতরে প্রবেশ করে। পরে ক্যাশ বাক্সের নিচে রাখা মাটির ব্যাংক ভেঙে ভিতরের সমস্ত টাকা নিয়ে যায়। পরদিন সকালে দোকানের মালিক হোটেল খুলতে এসে বিষয়টি টের পান হোটেলের মালিক হাফিজুর রহমান বলেন রমজান মাসের ইফতার বিতরণের উদ্দেশ্যে প্রতিদিন বেচাকেনা করে ২হাজার  টাকা সঞ্চয় করে মাটির ব্যাংকে রাখা হতেছিল। সেই সব শ্রমের টাকা এক রাতে শেষ হয়ে গেল। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছি। ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। তারা জানান সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত চুরি রোধে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানান। চুরির ঘটনা নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *