স্টাফ রিপোর্টার
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গা-মেহেরেপুর জামায়াত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান নেতারা। গতকাল শুক্রবার বিকেলে জেলা জামায়াতের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন। তিনি বলেন, একটি শীর্ষ দলের শীর্ষ নেতা বলেছেন গণভোট না করে আলু অথবা পেঁয়াজ লাগালে দেশের উন্নতি হবে। তিনি বলেন, এই কথা থেকে প্রমাণ হয়, ২৪ শে যে দামাল ছেলেরা রক্ত দিয়েছেন এই চেতনা তিনি ধারণ করতে পারেননি। ২৪ এর বিজয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম একটি ইনসাফ পূর্ণ সমাজ বিনির্মানের সেটা সম্ভব হয়নি।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেন, সকল ক্ষেত্রে আমরা বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে চেয়েছিলাম, বিগত দিনে সেটা সম্ভব হয়নি, মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক, পেশাজীবী সভাপতি খলিলুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম,ডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা আমীর আব্বাস উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাড. হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, জিবননগর উপজেলা আমীর মাওলানা সাজিদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, সদর উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, আলমডাঙ্গা পৌর সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন,জিএ থানা সেক্রেটারী ও কামরুল হাসান সোহেল প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন এবং জাতীয় নির্বাচন ও গণভোট পৃথক অনুষ্ঠানের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খাঁনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকেন। তাদের মূল দাবি-জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে এবং নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত তারা মেনে নেবে না। নেতারা বলেন, সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দ্রুত জারি করতে হবে। দেশের রাজনৈতিক সংকট সমাধান এবং জনগণের মতামত প্রতিফলনে গণভোট আয়োজন জরুরি বলেও মন্তব্য করেন তারা।
মিছিলে জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমীর সোহেল রানা, পৌর আমীর সোহেল রানা ডলারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



