আলমডাঙ্গা অফিসঃ
আলমডাঙ্গা উপজেলার আসাননগর এলাকায় অবস্থিত আল-আমিন সোসাইটি মডেল মাদ্রাসা-তে এক ব্যতিক্রমধর্মী ও মনোমুগ্ধকর অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার সময় মাদ্রাসার হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক, শিক্ষক, পরিচালনা পরিষদ এবং স্থানীয় সমাজসেবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী আমির ও মাদ্রাসার সভাপতি প্রভাষক মোঃ শফিউল আলম বকুল। তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো—এই মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন শিক্ষা ও হেফজ করানো। আমরা কোনো ব্যবসা করছি না, বরং সমাজ ও পরকালের কল্যাণে কাজ করছি। এই মাদ্রাসা কোনো ব্যক্তিগত মালিকানাধীন নয়; এটি একটি ইসলামিক সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান।”তিনি আরও বলেন, আমাদের এখানে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিশুরা পড়াশোনা করে। প্রতি মাসে ৪০ থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হয়। তবুও আমরা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে মাদ্রাসা পরিচালনা করি না; কেবল আল্লাহর সন্তুষ্টি ও দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইসলামী শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছি।” অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান
“আপনাদের সন্তান আমাদের কাছে অমূল্য আমানত। তাই সময়মতো তাদের মাদ্রাসায় পাঠান এবং খাবার বাবদ নির্ধারিত বেতন যথাসময়ে পরিশোধ করুন। বর্তমানে আমাদের তিনজন অভিজ্ঞ হাফেজ শিক্ষক পাঠদান করছেন, ইনশাআল্লাহ অচিরেই আপনার সন্তানরা পূর্ণাঙ্গ হাফেজ হয়ে উঠবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্য ইউসুফ আলী মাস্টার ও আশাদুল হক বিশ্বাস, যিনি কালিদাসপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের আমিরও।
সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি গোলাম মুকতাদির। সমাবেশে জানানো হয়, আল-আমিন সোসাইটি মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু ধর্মীয় শিক্ষাতেই নয়, সাধারণ শিক্ষাতেও সাফল্য অর্জন করছে। মাদ্রাসার বেশ কিছু ছাত্র বিভিন্ন কুরআন তেলাওয়াত, হিফজ প্রতিযোগিতা, ইসলামী বক্তৃতা, এবং সাধারণ জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির সুনামকে আরও উজ্জ্বল করেছে।



