দামুড়হুদায় ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও সনদ প্রদান

দামুড়হুদা অফিস

দামুড়হুদায় ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময়  ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ সভাপতিত্বে সংবর্ধনা ও সনদ প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান। এ সময় তিনি বলেন,গুণগত শিক্ষা নিশ্চিতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন আহ্বান জানান। শিক্ষার্থীদের মাঝে মোবাইল ফোন ব্যবহারের অপকারিতা বা খারাপ দিকগুলো জানাতে হবে। সর্বোপরি তাদের বাস্তবমুখী শিক্ষা দিতে হবে।লেখাপড়া ঠিক রেখে খেলাধুলা করতে হবে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। সহকারি প্রধান শিক্ষক জহির রায়হান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার ডা. এসএম আতাউর রহমান রতন ও পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী।

অনুষ্ঠানে এসময় স্বাগত বক্তব্য রাখেন ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ। বক্তব্য রাখেন, কৃতি শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদের মা নাসিমা খাতুন ও কৃতি শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদ।

অনুষ্ঠানের শুরুতে কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে ডিজিটাল বোর্ডে নিজ বাড়িতে শিক্ষার্থীদের দৈনন্দিন কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ডিজিটাল বোর্ডে ক্লাসের সুবিধা ও উপকারিতাগুলো তুলে ধরেন প্রধান শিক্ষক। প্রদর্শন করা হয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদ পাওয়া শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদের উদ্ভাবনী হেক্সাগার্ড রোভার। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী, বৃত্তি পরীক্ষা ও স্কুলের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *