মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে দাবী তুলে পাল্টা সংবাদ সম্মেলেন

আলমডাঙ্গা অফিস

মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে দাবী তুলে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ছত্রপাড়ার গ্রামের আব্দুল হান্নানসহ ৪জন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পত্রিকার সাংবাদিকদের নিকট তারা এ সংবাদ সম্মেলন করেন। লিখিত সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে মিজানুর রহমান গং নিজেদের অপরাধ ঢাকতে নাটক সাজিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। মিজানুর রহমান কিছুদিন আগে বিদেশ থেকে দেউলিয়া হয়ে বাড়ি চলে আসে। সে গ্রামের কতিপয় লোককে সাথে নিয়ে একটি চক্র গড়ে তুলে গ্রামে চাঁদাবাজি-দখলবাজি শুরু করে। তাদের বিরুদ্ধে গ্রামের মানুষকে সাথে নিয়ে চাঁদাবাজি-দখলবাজির প্রতিরোধ করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে নাটক সাজিয়ে আমাদের নামে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদ সম্মেলন করে। যা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মিজানুর রহমান গং শুধু চাঁদাবাজিই না, স্কুলের টাকাও আত্মসাৎ করেছে। তাদের অত্যাচারে গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট মিজানুর রহমান চক্রটির অপকর্মের সুষ্ঠ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন লাল্টু রহমান, শামীম হোসেন ও নাজমুল হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *