দামুড়হুদায় দিনের আলোয় সরকারি কর্মকর্তা দম্পতির বাড়ীতে চুরি, আতঙ্কে এলাকাবাসী

দামুড়হুদা অফিস

দামুড়হুদা মডেল থানা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামে পল্লী উন্নয়ন কর্মকর্তা ও শিক্ষক দম্পতির বাড়িতে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। চোরের দল ঘরের ওয়ারড্রব ভেঙে প্রায় চার লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা বলেন, দিনদুপুরে এভাবে চুরি হওয়া উদ্বেগজনক। পুলিশের উচিত দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা। ভুক্তভোগী কাউসার আলী (৩৮) পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং তার স্ত্রী শামীমা আক্তার (৩০) চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা কাউসার আলী বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কর্মকর্তা কাউসার আলী মুজিবনগর উপজেলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা ও তার স্ত্রী মোছাঃ শামীমা আক্তার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। সেই সুবাদে তারা দুজনই নিজ বাসা থেকে কর্মস্থলে যাতায়াত করে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সকাল ৮ টা ৪৫ মিনিটে নিজ নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়িটি তালাবদ্ধ বাড়ি করে বের হয়। পরবর্তীতে বিকাল ৫ টার দিকে আমার স্ত্রী বাড়িতে এসে দেখে বাড়ির ছাদের উপরের দরজা তালা ও ঘরে প্রবেশের মূল গেটের তালা ভাঙ্গা। এ সময় ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন ওয়ারড্রব ভেঙ্গে তার ব্যবহৃত প্রায় দুই ভরি ওজনের স্বর্ণের ২ জোড়া কানের দুল, ৪ টি আংটি, ৩টি চেইন, নাকফুলসহ নগদ ১০ হাজার টাকা সর্বমোট প্রায় ৪ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।

কাউসার আলী জানান,  বুধবার সকালে আমরা স্বামী-স্ত্রী দুজনেই কর্মস্থলে যাই। বিকেলে স্ত্রী ফিরে এসে দেখেন ছাদের দরজা ও মূল ফটকের তালা ভাঙা। ঘরে ঢুকে দেখা যায় ওয়ারড্রব ভাঙা অবস্থায়, সেখান থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা উধাও। চুরিকৃত মালামালের মধ্যে ছিল প্রায় দুই ভরি ওজনের স্বর্ণের ২ জোড়া দুল, ৪টি আংটি, ৩টি চেইন, একটি নাকফুল ও নগদ ১০ হাজার টাকা, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।

                এ ঘটনায় ভুক্তভোগী দামুড়হুদা মডেল থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *