আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলামের বিদায় সংবর্ধনা

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা পৌর সভার উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলামের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আলমডাঙ্গা পৌর সভার মিলনায়তনে বিদায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর সভার নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন-* আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলাম।

প্রধান অতিথি আবেগঘন কন্ঠে বলেন, আমরা চাকরি করি, আমাদের বদলি হতে হবেই, এটা বিধিবদ্ধ নিয়ম, এর বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই।তবে আমি পৌর সভাকে যে সাজাতে চেয়েছিলাম হয়তো সম্পুর্ন করতে পারি নি,যেটুকু বাদ আছে আপনারা যারা আছেন আপনাদের দায়িত্ব যিনি মেয়ের হয়ে আসবেন তাকে দিয় করে নেওয়া। এটা আমার অতিরিক্ত দায়িত্ব ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের উন্নয়ন করতে, কর্মচারীদের বেতন আপডেট করে দিয়েছি, যারা অবসরে ছিলেন তাদের বেতনও আমি যতটুকু সম্ভব দিয়েছি,আমি কোন না কোন কারনে যদি আসি আপনাদের সাথে অবই দেখা হবে। সকলে ভালো থাকবেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবক অফিসার সাজ্জাদ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা রকিবুল ইসলাম, পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজ রানা,পৌর কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলাম, পৌর কর আদায় কারি মুস্তাক আহমেদ, পৌর সড়ক বাতী পরিদর্শক রোকনুজ্জামান রোকন,পৌর মেয়রের সিএ হাফিজুর রহমান, সাবেক প্রধান সহকারি খন্দকার নাশিম, বিল্লাল হোসে, পৌর সভার হিসাব রক্ষন কর্মকর্তা প্রদীপ কুমার, পৌর অফিস সহায়ক লিপু প্রমুখ। অনুষ্ঠান শেষে পৌর সভার কর্মচারী এ্যাসোসিয়েসনের পক্ষ থেকে বিদায়ী পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলাম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *