স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নির্বাচনী প্রচারণায় এখন গ্রামীণ জনপদে ব্যাপক সাড়া পড়েছে। বুধবার আলমডাঙ্গা উপজেলার নির্বাচনী এলাকায় বাড়াদী ইউনিয়নের গোপালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে কাটাভাঙ্গা, পোলতাডাঙ্গা বাজার, এনায়েতপুর ও নতিডাঙ্গা গ্রাম পর্যন্ত তিনি ধানের শীষের পক্ষে নিবিড় প্রচারণা চালান। প্রচারণাকালে বেশ কয়েকটি পথসভায় শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথির বক্তব্য রাখেন। এই ইউনিয়নটি কৃষি প্রধান হওয়ায়, কৃষক এবং খেটে খাওয়া মানুষজন প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হন। তাঁরা প্রার্থীর কাছে বর্তমান বাজারের নৈরাজ্য এবং ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার দুঃখ প্রকাশ করেন। তিনি বিএনপির কর্মসূচী এবং বিশেষ করে কৃষকদের প্রতি দলের অঙ্গীকার তুলে ধরেন। আমার বাড়াদী ইউনিয়নের কৃষক ভাই ও বোনেরা, আপনারা জানেন এই দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান আপনাদের। কিন্তু আপনারা আজ সবচেয়ে বেশি কষ্টের শিকার। আপনাদের মাথার ঘাম পায়ে ফেলা ফসলের ন্যায্যমূল্য নেই, সারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়। আমি আপনাদের বলতে এসেছি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আপনারা আর ভয় পাবেন না। আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ভোট দিন। আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সেবক হিসেবে আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের ৩১ দফা টেনে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান সেই কারণেই আমাদের হাতে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা তুলে দিয়েছেন। এই রূপরেখা আপনাদের মুক্তির দলিল। আমি আপনাদের কাছে কোনো মিথ্যা আশ্বাস নিয়ে আসিনি, এসেছি ৩১ দফার গ্যারান্টি নিয়ে। ৩১ দফায় আমরা ওয়াদা করেছি-কৃষকের জন্য কম মূল্যে উন্নত সার, বীজ ও বিদ্যুৎ নিশ্চিত করা হবে। গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড সোজা করতে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বাড়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক শুকুর আলী, সাংগঠনিক সম্পাদক ঝন্টু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা যুবদলের সাবেক নেতা মোমিনুর রহমান মোমিন, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, আলমডাঙ্গা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ, এবং যুবদলের নেতা ছোটন। এ সময় বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।



