আলমডাঙ্গায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস

‘সোনালী আঁশে সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ এ স্লোগানে আলমডাঙ্গায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন বিষয়ে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় বুধবার সকাল ১০টার দিকে উপজেলা মডেল মসজিদের হলরুম এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, বিশেষ অতিথি ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা  হারুন অর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, উপজেলা  প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা হাফেজ মাসুদ কামাল। আলমডাঙ্গা উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন পাট চাষী মোখলেসুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে ৭৫ জন পাটচাষী অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে পাটচাষ, পাটের ব্যবহার, পাটের তৈরি বিভিন্ন পণ্য ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট পচন ও পাটবীজ উৎপাদন, পাট কর্তন, পচন, সংরক্ষণ ও বাজার জাত করণে বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও প্রশিক্ষকরা জানান, পাট এখন ২৮০টি দেশে রপ্তানি হচ্ছে। পাট পাতা দিয়ে চা তৈরিসহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে। পাটকে সোনালী আঁশ বলা হয়। পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে আমাদের পাটচাষ, পাটের তৈরি বিভিন্ন পণ্য ব্যবহার নিশ্চিত করতে হবে। পরে পাট অধিদপ্তরে পক্ষ থেকে অংশগ্রহনকারী চাষীদের পাটের তৈরি ব্যাগ প্রদান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *