দামুড়হুদা অফিস
চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু’র আগমন ও নির্বাচনী পথসভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে হাউলি ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। হাউলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান-এর সঞ্চালনায় নির্বাচনী প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসার আবুল হাসেম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, হাউলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, সহ হাউলী ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী প্রিয় নেতা বাবু খানের আগমনে নির্বাচনী পথসভাকে ঘিরে বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে প্রথমেই আজ বুধবার বেলা ৩টায় লোকনাথপুর ফুটবল মাঠে নেতা কর্মীরা নির্বাচনী পথসভায় জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু কে বরণ করবেন। সকল পর্যায়ের নেতাকর্মীদের বরণ শেষে প্রথমে হাউলী ইউনিয়নের জয়রামপুর চৌধুরী পাড়া ঈদগাহ মাঠে পথসভায় করবেন। সেখানে পথসভা শেষে পরবর্তীতে একে একে দামুড়হুদা সদর ইউনিয়নের পুড়াপাড়া, হাউলি ইউনিয়নের জয়রামপুর ইয়ুথ ক্লাব, ডুগডুগি পশুহাট সংলগ্ন এলাকা, ছোটদুধপাতিলা এবং বড় দুধপাতিলায় নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করবেন।


