স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পৌর এলাকার বেলগাছী গ্রামে বিভিন্ন দল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ৮নং ওয়ার্ড বেলগাছী গ্রামে আয়োজিত নির্বাচনী সভায় আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দান করেন। অনুষ্ঠানে প্রধান অতিতি ও বিশেষ অতিথি নতুন যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর রুহুল আমিন নতুন যোগদানকারীদের আন্তরিক অভিনন্দন জানান, আজ থেকে আমাদের পরিবারের সদস্যদের মত অত্যন্ত কাছের মানুষ হিসেবে থাকবেন। আপনাদের সুখে-দুঃখে আমরা পাশে থাকব। বাংলাদেশকে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি গাজী আনাস, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাড. হাসিবুল ইসলাম, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, অফিস সম্পাদক আবু যায়েদ আনসারী, পৌরপ্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা ইকবাল হোসেন, পৌর উলামা ও মসজিদ মিশন সভাপতি হাফেজ মাওলানা আঃ শুকুর মালিক, পৌর যুব বিভাগের সভাপতি শাহ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সেক্রেটারি আসাদুজ্জামান, ৮নং ওয়ার্ড সহ-সভাপতি হাফেজ রাকিবুল ইসলাম প্রমুখ।
অপর দিকে বেগমপুর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অফিস উদ্বোধন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ নং ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সকাল আটটায় শৈলমারী গ্রামে অফিস উদ্বোধন করা হয়। শৈলমারী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে জেলা আমীর রুহুল আমিন। উক্ত অনুষ্ঠানে বেগমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সভাপতি ইমরান হোসেন জামায়াতে যোগদান করেন। অতিথিবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।



