রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটির নির্বাচনে হামিদুর-মনি প্যানেলের দিনব্যাপী গণসংযোগ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে হামিদুর- সিরাজুল ইসলাম মনি প্যানেলের সদস্যরা দিনব্যাপী গণসংযোগ করেছেন। মঙ্গলবার হামিদুর রহমান ও সিরাজুল ইসলাম মনির নেতৃত্বে প্যানেলের অপর সদস্যরা সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে রেডক্রিসেন্ট নির্বাচনে তাদের প্যানেলের জন্য ভোট প্রার্থনা করেন। তারা সকালে ঝিনাইদহ বাসষ্ট্যান্ড পাড়া, নুরনগর, ফার্মপাড়াসহ শহরের একাধিকস্থানে জোড় নির্বাচনী ততপড়তা চালান। রেডক্রিসেন্টের চুয়াডাঙ্গা জেলা ইউনিটকে ঢেলে সাজানোর জন্য তাদের প্যানেলকে বেছে নেওয়ার জন্য ভোটারদের কাছে উদাত্ত আহবান জানান।

এ সময় সেক্রেটারি প্রার্থী মোহাঃ হামিদুর রহমান (সাবেক মৎস্য কর্মকর্তা), কার্যনির্বাহী সদস্য প্রার্থী সিরাজুল ইসলাম মনি, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মফিজুর রহমান মনা, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা ও মোঃ সেলিমুল হাবিব সেলিম উপস্থিত ছিলেন। প্রসংগত আগামী ১৫ নভেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১ হাজার ৪৫৫ ভোটরা ভোট প্রদান করবেন। নির্বাচনে ৭টি পদে ১৮ জন প্রতিন্দন্দ্বীতা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *