চুয়াডাঙ্গা সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল খেলা চলাকালীন সময় বিপত্তি

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল খেলা চলাকালীন সময় হেড দিতে গিয়ে দু-ফুটবলার রক্তাক্ত জখম হয়েছে। হেড দিতে গিয়ে মাথায় মাথায় সংঘর্ষ হয়। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে একজন খেলোয়ার প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও অপরজনের জনের মাথায় দেয়া হয়েছে  ৯ সেলাই।

জানা গেছে,  শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে চুয়াডাঙ্গা সরকারি কলেজ আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয় গত পরশু সোমবার।  মঙ্গলবার সকাল ১১ টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় হিসাব বিজ্ঞান বিভাগ ও দর্শন বিভাগের মধ্যে কার খেলা।  এ খেলা চলাকালীন সময় হিসাব বিজ্ঞান বিভাগের গোলরক্ষকের কিক নেওয়া  বলে হেডিংয়ের মাধ্যমে দু- দলের দু-জন ফুটবলার রাশি উঠে বল দখলের চেষ্টা করে। কিন্তু বিপত্তি ঘটে সেখানেই। দু ফুটবলের মাথায় মাথায় সংঘর্ষ হয়। এ সময় দু ফুটবলার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে লুটিয়ে পড়ে। রক্তাক্ত জখম দু-খেলোয়াড়কে  খেলা পরিচালনা কর্তৃপক্ষ  উদ্ধার করে প্রথমে রেড ক্রিসেন্ট সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে  চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত দুজন খেলোয়াড় হলেন হিসাব বিজ্ঞান বিভাগের লিহাজ (২২) ও দর্শন বিভাগের সাহাব (২১)। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অপরজন রক্তাক্ত জখম হয় তার মাথায় দেয়া হয়েছে ৯টি সেলাই।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. একে এম সাইফুর রশীদ বলেন, আন্তঃবিভাগ ফুটবল চলাকালীন সময় হেডিং এর মাধ্যমে বল দখল করতে গিয়ে হিসাব বিজ্ঞান বিভাগ ও দর্শন বিভাগের দু-জন ফুটবল খেলোয়াড় আহত হয়েছে। আমি চিকিৎসা বিষয়ে খোঁজখবর নিয়েছি এবং স্ব-স্ব বিভাগ আহত খেলোয়ারদের দেখভাল করছেন । আমি হাসপাতাল সূত্রে জেনেছি তাদের আঘাত গুরুতর নয়।

খেলার রেফারী হাফিজুর রহমান বলেন, লাফিয়ে উঠে প্রতিদ্বন্দ্বী দুদলের খেলোয়াড় বল দখলের চেষ্টা করা কালে মাথায়-মাথায়  সংঘর্ষ হয়। ফলে দু-জন ফুটবলার রক্তাক্ত যখন হয়। এদিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের মতো বড় একটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলা-ধুলার বিষয়ে অধিকাংশ সংবাদ মাধ্যম ও স্থানীয় অনেক পত্রিকার সম্পাদকদেরকে জানানো হয় না বলে অভিযোগ আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *