স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নির্বাচনী প্রচারণায় নারী সমাজের অংশগ্রহণ দিন দিন শক্তিশালী ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল সাড়ে ৩টায় আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ফুলবগাদী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এক মহিলা সমাবেশ। কয়েক শত নারীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে নারী সমাজ এখন দেশের পরিবর্তন ও নিজেদের অধিকার নিয়ে আগের তুলনায় আরও সচেতন। গাংনী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় নারী নেত্রী ও বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
শরীফুজ্জামান শরীফ বলেন, আমার মা-বোনেরা, আপনারা শুধু ঘরের কাজ নন, দেশের গণতন্ত্র পুণরুদ্ধারের সংগ্রামেও এখন প্রধান শক্তি। আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন, নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। আপনারা জানেন, দ্রব্যমূল্যের আগুনে সংসার চালানো কতটা কঠিন হয়ে গেছে। এই বঞ্চনার অবসান চাই। আন্দোলন-সংগ্রাম শুধু পুরুষের জন্য নয়। আমাদের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা হলো নারীদের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির প্রতিশ্রুতি। নারী উদ্যোক্তা, কর্মজীবী নারী ও গৃহিণীদের নিরাপত্তা ও বিশেষ সুবিধা নিশ্চিত করতেই এসব পরিকল্পনা করা হয়েছে। আপনারা আর ভয় পাবেন না। ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিন। আপনাদের ভালোবাসা ও সমর্থন কখনোই বৃথা যাবে না।
মহিলা সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও গাংনী ইউনিয়নের কৃতী সন্তান আমানুল্লাহ আমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, যুবদল নেতা জসিম ও খোকনসহ ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদক এবং অঙ্গসংগঠনের নারী নেত্রীসহ বহু কর্মী।
আলমডাঙ্গায় মহিলা সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ



