আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা সরকারি কলেজে “তোমার স্বাস্থ্য তোমার পছন্দ” শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও আলোচক ছিলেন ইউএসএ’র ক্যালিফোর্নিয়া সিটির বিখ্যাত চিকিৎসক ড. চার্লস ডেভিড (এমবিবিএস, এমডি) ও কি-নোট স্পিচম্যান।
তিনি বলেন প্রত্যেকের নিজের সিদ্ধান্তই স্বাস্থ্য রক্ষার সবচেয়ে বড় শক্তি। “তোমার স্বাস্থ্য তোমার পছন্দ” মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনায় ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা, মানসিক প্রশান্তি এবং জীবনধারার ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হয়।প্রধান অতিথি বলেন, আপনারা প্রতিদিন অন্তত একটা সময় করে হাটাহাটি করবেন, চিনি খাবেন না,কারন চিনি স্বাস্থ্যের জন্য অত্যান্ত ক্ষতিকর,খাবার তালিকা তৈরি করে অবশ্যই খাবেন।বিশেষ করে শাকসবজি বেশি বেশি খাবেন,লাল মাংস এড়িয়ে চলবেন।
বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (অবঃ) ড. আনিসুজ্জামান মহোদয়ের বক্তব্যে ফ্যাটি লিভার, ডায়াবেটিস, হার্ট ব্লক এড়াতে ও স্বাস্থ্য সুরক্ষায় খাদ্যভ্যাস পরিবর্তনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিজস্ব জীবনে ধারণ করার অনুপ্রেরণা জুগিয়েছেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান। আলোচনা সভার সঞ্চালনা করেন প্রভাষক আনোয়ার উজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোনয়েম, সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক মহিতুর রহমান, সহকারী অধ্যাপক সাইদুর রহমান লিটন, প্রভাষক ড. মহবুব আলম, প্রভাষক জামাল উদ্দিন, প্রভাষক আনোয়ার হোসেন (ইংরেজি), প্রভাষক রাশেদুল কবির, প্রভাষক নুরুজ্জামান (উদ্ভিদবিদ্যা), প্রভাষক আদিলুর রহমান, প্রভাষক আব্দুল মান্নান, শরীরচর্চা শিক্ষক সাঈদ এম হিরন, প্রদর্শক রাজিবুল ইসলাম রাজ, প্রদর্শক মনিরুজ্জামান এবং কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী।
আলোচনায় অন্যান্ন বক্তারা বলেন, সুস্বাস্থ্যই জীবনের মূল ভিত্তি, এবং স্বাস্থ্য সচেতন হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষকদের মধ্যে সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হয়।



