ঝিনাইদহ অফিস
আনন্দ, উৎসব আর খেলাধুলার আবহে ঝিনাইদহ নিউ একাডেমি মাঠে অনুষ্ঠিত হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক সাজ্জাদুল হক মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্জ আব্দুল মজিদ বিশ্বাস। এর পরে গাছের চারা রোপণ এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয় টুর্নামেন্টের। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ইসলামী ইউনিভার্সিটি একাদশ ও রেভোলিউশন ই-স্পোর্টস ক্লাব। দীর্ঘদিন পর এমন একটি আয়োজন পেয়ে আনন্দে ভাসছে স্থানীয় তরুণ সমাজ ও দর্শকরা। খেলোয়াড়দের মনোমুগ্ধকর পারফর্মেন্সে উৎসবের রঙ ছড়ায় পুরো মাঠে।
আয়োজক কর্তৃপক্ষ বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে ও তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। যুব সমাজ আজ খেলাধুলা ও ঐক্যের মাধ্যমে ঝিনাইদহের তরুণরা গড়তে চায় নতুন দৃষ্টান্ত এই প্রত্যাশা নিয়েই শুরু হলো শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫।
এছাড়াও বিশেষ অতিথি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ঝিনাইদহ পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ অনেকেই।



