মেহেরপুর-২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর-২(গাংনী) আসনের মনোনয়ন বাতিল ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে দুই কিলোমিটার সড়ক জুড়ে বিক্ষোভ করলেন গাংনী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে এ বিক্ষোভ প্রকাশ করা হয়। এ দিন বিকেল সাড়ে তিনটায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া থেকে র‌্যালি শুরু হয়ে গাংনী বাজার বাসস্ট্যান্ডে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনের সড়কে শুয়ে সড়ক অবরোধ করে। শহরজুড়ে র‌্যালিতে নেতাকর্মীরা অবৈধ মনোনয় মানি না, মানবো না এবং অপ্রত্যাশিত মনোনয়ন বাতিল চাই, “মিল্টন ভাইয়ের মনোনয়ন চাই” এমন স্লোগান দেন। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিটি ধীরে ধীরে বিক্ষোভ মিছিলে রূপ নেয়। নেতাকর্মীরা কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করে স্থানীয়ভাবে জনপ্রিয় ও ত্যাগী নেতা জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকেরা এতে অংশগ্রহন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *