ভালাইপুর বাজারে গণসংযোগে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

স্টাফ রিপোর্টার
ভালাইপুর বাজারে গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-০১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। শনিবার বিকাল ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত ভালাইপুর বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।
মাসুদ পারভেজ রাসেল বলেন, ব্যবসায়ীদের চাঁদামুক্ত বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ব্যবসায়ীদের আর চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না। আমরা এমন একটি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যেখানে ন্যায়বিচার, সততা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। ব্যবসায়ীরা এই দেশের অর্থনীতির প্রাণ, কিন্তু আজ তারা নানা চাঁদাবাজি, দখলবাজি ও প্রশাসনিক জুলুমের শিকার। বর্তমান ব্যবস্থায় একজন উদ্যোক্তা ব্যবসা শুরু করার আগেই বিভিন্ন পক্ষকে মাসোহারা দিতে বাধ্য হয় যা ইসলাম ও ন্যায়নীতির সম্পূর্ণ পরিপন্থী। ইসলামী শাসন ব্যবস্থায় সরকার ব্যবসায়ীদের শত্রু নয়, বরং সহযোগী হবে। ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ চাঁদা নয়, বরং ন্যায্য কর ও জাকাত আদায় করা হবে, যা জনগণের কল্যাণে ব্যয় হবে। আমরা চাই, বাংলাদেশে প্রতিটি ব্যবসায়ী যেন গর্ব করে বলতে পারেন ‘আমি কোনো চাঁদা দিই না, আমি দেশের জন্য সৎভাবে ব্যবসা করি। তাই আমি সকল ব্যবসায়ীদের আহ্বান জানাই আসুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমরা একসাথে একটি চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলি। পথসভায় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমীর আনোয়ার হোসেন, সেক্রেটারি মোস্তফা কামাল, অর্থ সম্পাদক ইমরান হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, সাহিত্য সম্পাদক আবু রায়হান, চুয়াডাঙ্গা পৌর সভাপতি রাব্বি হাসান, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী সেক্রেটারি শাহেনুউজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম, আশিরুদ্দীন মাস্টার, পৌর ৬ নং ওয়ার্ড আমীর মহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল খালেক মাস্টার, ৫ নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, সেক্রেটারি আজিজুর রহমান, মিডিয়া সম্পাদক সুজন আলী (টুটুল), আলোকদিয়া ইউনিয়ন মিডিয়া সম্পাদক জাকির হোসেন, যুব বিভাগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, গাংনী আসমানখালি সাংগঠনিক থানা সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, খাদিমপুর ইউনিয়ন আমীর মোস্তাফিজুর রহমান, ১ নং ওয়ার্ড সভাপতি মনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মোঃ তুহিন হোসেন, যুব বিভাগের সভাপতি রাফিজুল ইসলাম, চিৎলা ইউনিয়ন আমীর হাফেজ নিজাম উদ্দিন আহমেদ, সেক্রেটারি রবিউল ইসলাম, ২ নং ওয়ার্ড আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ লোকমান হাকিম, সেক্রেটারি বিশারত আলী, চুয়াডাঙ্গা মডেল ইনস্টিটিউটের সাবেক প্রিন্সিপাল মোঃ তাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে সকাল ৭টায় জামজামী ইউনিয়নের ভদুয়া ও সোহাগপুর গণসংযোগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *