স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী হাসানুজ্জামান সজীব গতকাল শুক্রবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন। গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন বাজার, দোকানপাট ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পরে কেডিকে ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি অংশগ্রহণ করেন। সভায় তিনি বলেন, এদেশের অর্ধেকের বেশি ভোটার মহিলা। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মহিলাদের সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। মহিলা ইউনিটের মাধ্যমে প্রতিটি নারী ভোটারের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও হাতপাখা প্রতীকের বার্তা পৌঁছে দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেডিকে ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা সভাপতি মাওলানা সাজেদুর রহমান, সহ-সভাপতি জনাব শাহজামাল, সেক্রেটারি মাওলানা লুৎফুর সরকার, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জীবননগর থানা সভাপতি মাওলানা কে. এম. সাইফুল্লাহ ও সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, ইসলামী আন্দোলন জীবননগর পৌর শাখার সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল মোমিন, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা আজিজুল হক ও সেক্রেটারি মুহাম্মাদ অনিক, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সেক্রেটারি মুহাম্মাদ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক নাঈমসহ ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।



