চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলন প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চুয়াডাঙ্গা-০১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের কালিদাসপুর সাদা ব্রিজ মোড়, মোনাকসা, পারকুলা ও পাইকপাড়া এলাকায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন। শুক্রবার দিন ব্যাপী এই গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি রুহুল আমিন সোহেল, জয়েন্ট সেক্রেটারি আলিমুজ্জামান, উপজেলা সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফী, সহ-সভাপতি ডা. ওয়ালিদ হোসেন জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি হাজী আক্তার, অর্থ সম্পাদক হাজী জাহিদুল ইসলাম, ছাত্র নেতা নাজমুস সাকিবসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তব্যে মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা চায় শান্তি, ন্যায় ও নিরাপত্তা। মানুষ আজ দুর্নীতি, দুঃশাসন, মিথ্যা ও ভণ্ডামির রাজনীতি থেকে মুক্তি চায়। ইসলামই একমাত্র আদর্শ যা সমাজে ইনসাফ, সততা ও কল্যাণ নিশ্চিত করতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যেই কাজ করছে— ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য। জনগণ যদি ইসলামভিত্তিক নেতৃত্বকে সুযোগ দেয়, তাহলে এই দেশ আলোকিত বাংলাদেশে পরিণত হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের প্রার্থীর পাশে থাকুন। গণসংযোগ চলাকালে সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়। পথচারী, দোকানদার ও কৃষক-শ্রমিকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়, এবং অনেকে ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রতি আন্তরিক সমর্থন ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *