স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চুয়াডাঙ্গা ইউনিটের আয়োজনে আইনজীবী সমিতি নির্বাচন উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গায় শহরের ম্যাগপাই চাইনিজ রেস্তোরাঁয় ল’ইয়ার্স কাউন্সসিলের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ল’ ইয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর রুহল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। উপস্থিত ছিলেন অ্যাড. হাসিবুল ইসলাম (ইব্রাহিম), অ্যাড. ইকরামুল হক, অ্যাড. সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ, অ্যাড. তুহিন আহমেদ (২), অ্যাড. সেলিনা খাতুন, অ্যাড. ইকবাল মাহমুদ, অ্যাড. আবু উবাদুল্লাহ, অ্যাড. দিপু শেখ, অ্যাড. আহমেদ বিন আলাম পাশা, অ্যাড. বেলাল হোসাইন বাদল, অ্যাড. রায়হান উদ্দীন, অ্যাড. হারুনর রশিদ বাবলুও অ্যাড. আব্দুর মুকিম প্রমুখ।
প্রধান অতিথি রুহুল আমিন বলেন, দলমতের উর্ধ্বে উঠে কাজ করতে হবে। আইন পেশা একটি মহান পেশা। তিনি বলেন বিগত সরকার নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিল। ২০১৪ সালে বিনা ভোটে ১৫৪ জন সংসদ সদস্য নির্বাচিত হয়, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছিল আর ২০২৪ সালে নিজের দলকে ডামি করে নির্বাচনে অংশ নেয়। সুতরং সে সময় একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। আমরা সেখান থেকে পরিত্রাণ পেতে চায়। বিগত সরকার এই পেশাকে হস্তক্ষেপ করেছিল। আমরা আইন পেশাকে স্বাধীনভাবে দিতে চায়।



