স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ভাইস-চেয়ারম্যান পদে ২ জন, সেক্রেটারি পদে ২ জন এবং সদস্য পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে মনোনয়নপত্র বিক্রয়ের শেষ দিনে ৭টি পদে মোট ২১ জন মনোনয়পত্র সংগ্রহ করেছিলেন।
নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নির্বাচনে মঙ্গলবার বেলা ২টায় মনোনয়নপত্র জমা দানের শেষ সময় ছিলো। এতে ভাইস-চেয়ারম্যানের ১টি পদে অ্যাডভোকেট সোহরাব হোসেন ও রফিকুল ইসলাম পঁচা এবং সেক্রেটারির ১টি পদে হাবিবুল্লাহ্ জোয়ার্দ্দার ছটি ও হামিদুর রহমান মনোনয়পত্র জমা দিয়েছেন। এছাড়া ৫টি সদস্য পদে এ্যাড. শাজাহান মুকুল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মফিজুর রহমান জোয়ার্দ্দার, সুমন পারভেজ, মহলদার ইমরান, আশরাফ বিশ^াস মিল্টু, আমিনুল ইসলাম মুকুল, মোঃ আশরাফুল হক, এবিএম মোখছেদুল আমিন সোহাগ, রবিউল ইসলাম বাবুল, মোঃ আবুল কালাম আজাদ, সেলিমুল হাবিব সেলিম, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, মফিজুর রহমান মনা ও সিরাজুল ইসলাম মনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন, সেক্রেটারি পদে ৩ জন এবং সদস্য পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তালিকা অনুযায়ী ভাইস-চেয়ারম্যান পদে ১ জন ও সেক্রেটারি পদে ১ জন মনোনয়নপত্র জমা দেননি। এছাড়া সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করা ১৫ জনের সবাই মনোনয়পত্র জমা দিয়েছেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী আজ বুধবার বিকেল ৪ টায় মনোনয়নপত্র বাছাই। পরে বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ। আগামীকাল ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রার্থী তালিকার উপর আপত্তি গ্রহণ। একই দিন বিকেল ৪ টায় প্রার্থী তালিকার আপত্তি নিষ্পত্তি। ৯ নভেম্বর রবিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারন করা হয়েছে। প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৫ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এরপর গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনে ১ হাজার ৪৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু ও অ্যাডভোকেট এম. এম মনোয়ার হোসেন সুরুজ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।



