আলমডাঙ্গায় কুমার নদের উপর নির্মিত ব্রীজ থাকলেও ১০ বছরেও হয়নি সংযোগ সড়ক

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের চরশ্রীরামপুর ও বকসিপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া কুমার নদের উপর একটি গুরুত্বপূর্ণ ব্রীজ নির্মাণের ১০ বছর অতিবাহিত হলেও এর সংযোগ সড়ক আজও আলোর মুখ দেখেনি। এতে সরকারি অর্থের অপচয় হচ্ছে এবং এলাকার হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০১৬-১৭ অর্থ বছরে এই ব্রীজ নির্মাণের জন্য ৫৬ লক্ষ ৭৯ হাজার ১০৬ টাকা বরাদ্দ দেয়। এই অর্থ দিয়ে নদীর উপর ৬০ ফুট লম্বা ব্রীজের প্রায় ৯০ ভাগ কাজ শেষ হলেও বাকি কাজ অসমাপ্ত রাখা হয়। গুরুতর অভিযোগ উঠেছে, তৎকালীন ঠিকাদার ও প্রকল্প কর্মকর্তা বিরুদ্ধে। তাদের যোগসাজশে কাগজ কলমে কাজ সমাপ্তি দেখিয়ে বরাদ্দকৃত অর্থ সুকৌশলে উত্তোলন করে নেওয়া হয়। বর্তমানে ব্রীজের মুখে মাটি ভরাটসহ নদী শাসনের কাজও অসমাপ্ত রয়েছে।

ব্রীজটি চালু না হওয়ায় বর্তমানে কালিদাসপুর ও ডাউকি ইউনিয়নের হাজার হাজার মানুষকে প্রায় ৫ কিলোমিটার এর বেশি রাস্তা ঘুরে যাতায়াত করতে হচ্ছে। ইউনিয়ন বাসীর মতে, ব্রীজটি চালু হলে ১ ঘণ্টার রাস্তা মাত্র ১০ মিনিটে পার হওয়া সম্ভব হবে বলে জানিয়েছে এলাকাবাসী। বছরের পর বছর ব্রীজটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় একদিকে যেমন সরকারি অর্থ অপচয় হচ্ছে, তেমনি অন্যদিকে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি পৌঁছেছে চরমসীমায়।

এ বিষয়ে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তার নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি এই গুরুত্বপূর্ণ সমস্যাটি সরেজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *