মেহেরপুর জেলা জিয়া সাইবার ফোর্স কমিটি ঘোষণার ৫ ঘন্টার মাথায় স্থগিত

মেহেরপুর অফিস
জিয়া সাইবার ফোর্স- জেডসিএফ মেহেরপুর জেলা আহবায়ক কমিটি ঘোষণার ৫ ঘন্টার মাথায় কার্যক্রম স্থগিত করা হয়েছে। সারাদেশের মতো গেল ৩০ অক্টোবর মেহেরপুর জেলা আহবায়ক কমিটি দেয় কেন্দ্রীয় জেডসিএফ। কিন্তু অজ্ঞাত কারণে ৫ ঘন্টার মাথায় কার্যক্রম স্থগিত ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
জানা গেছে, গেল ৩০ অক্টোবর জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নাফিস ওয়াহিদ ফাইজাল, মহাসচিব সাইফুল ইসলাম ও প্রধান সমন্বয়ক ওয়াহিদ-উদ-নবী স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা আহবায়ক কমিটি দেওয়া হয়। কমিটিতে পারভেজ পাভেল তপন আহবায়ক, সদস্য সচিব খোরশেদ আলম সদস্য সচিব, রাশেদুল আলম রাজন সিনিয়র যুগ্ম আহবায়ক এবং কামরুল ইসলাম, সাইদুর রহমান সাবু, সোহেল রানা, হাবিবুর রহমান বকুল ও শামীম রেজাকে যুগ্ম আহবায়ক এবং সেন্টু রহমান, আশিক রেজা ও লিমন আহমেদকে সদস্য করা হয়।
৩০ অক্টোবর বিকেলে জেডসিএফ ফেসবুক পেজে নব গঠিত আহবায়ক কমিটি প্রকাশ করা হয়। এর পরে নব গঠিত আহবায়ক কমিটির সদস্যসহ বিএনপি নেতাকর্মীদের ফেসবুক প্রফাইলে প্রচার করা হয় কমিটির তালিকা। তখন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছায় ভাসছিলেন নতুন এই কমিটির সদস্যরা। কিন্তু এর কয়েক ঘন্টা পর কেন্দ্রীয় জেডসিএফ এর ফেসবুক পেজে মেহেরপুর জেলা আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিতের একটি বিজ্ঞপ্তি পোস্ট করা হয়। জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইঞ্জিঃ মোজাম্মেল হক রাজিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা আহবায়ক কমিটির সকল কার্যক্রম সাময়িক স্থগিতের নির্দেশ দিয়ে সভা, সমাবেশ এবং সামাজিক মাধ্যমে কার্যক্রম গ্রহণ না করতে নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, আহবায়ক কমিটির ১১ জন সদস্যই দীর্ঘদিন ধরে অনলাইন এবং অফলাইনে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে নেতাকর্মীদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। একইসাথে বিএনপি বিরোধী প্রচারণা ঠেকাতে গুরুত্বপূর্ণ অবস্থান নেন এসব সদস্যরা। এছাড়াও সামাজিক মাধ্যমগুলোতে তাদের সরব উপস্থিত বিএনপির দুঃসময় থেকেই। ওই সময় থেকে তারা সাহসিকতার সাথেই দলের পক্ষে অবস্থান নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে সত্যকে মেলে ধরা এবং নেতাকর্মীদের মনোচল চাঙ্গা করতে অপরিসীম ভুমিকা পালন করে আসছেন বলে জানান গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসদুজ্জামান বাবলু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *