স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, রবিবার সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৭/৭-এস এর নিকট গয়েশপুর স্কুলপাড়ায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামীবিহীন ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১২টার দিকে জীবননগর নতুনপাড়া বিওপি’র মেইন পিলার-৬৭/হতে এর কাছে নতুনপাড়া গ্রামের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার



