হিজলগাড়ী মাদ্রাসায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হিজলগাড়ী প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিজলগাড়ী বহুমুখী কওমি মাদ্রাসায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদ্রাসার হলরুমে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ দর্শনা থানা কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলার ২২টি মাদ্রাসা থেকে প্রায় ২০০ জন হাফেজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি চারটি গ্রুপে বিভক্ত ছিল, ‘ক’ গ্রুপে ১ থেকে ৫ পারা হেফজকারী, ‘খ’ গ্রুপে ১ থেকে ১০ পারা হেফজকারী, ‘গ’ গ্রুপে ১ থেকে ২০ পারা হেফজকারী এবং ‘ঘ’ গ্রুপে ১ থেকে ৩০ পারা হেফজকারী হাফেজরা অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপ থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট ৪০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে হিজলগাড়ী বহুমুখী কওমি মাদ্রাসা থেকে ১৬ জন শিক্ষার্থী বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মাওলানা নুরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ এবং হিজলগাড়ী গ্রামের কৃতি সন্তান ডা. ফকির মোহাম্মদ। এছাড়া সাধারণ সম্পাদক ফয়জুল রহমান ও হাজী মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা নিজাম উদ্দিন।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন দর্শনা থানা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিদের হাত থেকে ৪০ জন শিক্ষার্থী পুরস্কার তুলে দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *