স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফের ধানের শীষের প্রচারণা এখন প্রতিদিনই উৎসবের রূপ নিচ্ছে। ব্যক্তিগত উদ্যোগে দু-একজনকে সাথে নিয়ে তিনি যখনই প্রচারে বের হচ্ছেন। সাধারণ মানুষের এই ব্যাপক সাড়া যেন প্রচারণার চিত্রই বদলে দিচ্ছে। শুক্রবার বৈরি আবহাওয়া উপেক্ষা করে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেন বিএনপি নেতা মো: শরীফুজ্জামান শরীফ।
গণসংযোগের খবর পেয়ে মহম্মদজুম্মা গ্রামের মহিলারা তাৎক্ষণিকভাবে এক স্বতঃস্ফূর্ত নারী সমাবেশের আয়োজন করেন। গণসংযোগের ফাঁকে সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো: শরীফুজ্জামান শরীফ। সাধারণ মানুষ এবং নারী সমাজের উদ্দেশে মো: শরীফুজ্জামান শরীফ আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমার মা ও বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা যে ভালোবাসা নিয়ে এই বৈরি আবহাওয়ার মধ্যেও এসেছেন, এই ভালোবাসাই আমাদের শক্তি। আমি আপনাদের চোখে যে কষ্ট দেখছি, তা আমার বুকে লাগে। আপনারা জানেন, বিএনপি সব সময় জনগণের দল। আমাদের গঠনতন্ত্রের মূল কথাই হলো—মানুষের দুঃসময়ে পাশে থাকা, আপনাদের দুঃখ মোচন করাই আমাদের নৈতিক দায়িত্ব।
এরপর বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফ মহম্মদজুম্মা, সিন্দূরিয়া, কুতুবপুর, শিবপুর, মোর্তজাপুর, ১০ মাইল, নবীনগরসহ বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। গণসংযোগকালে তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে এই দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আপনাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই নির্বাচন আমাদের সেই ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। আপনারা আর ভয় পাবেন না! ধানের শীষের বিজয় মানে আপনাদের দুঃখ মোচন, আপনাদের সন্তানের চাকরির নিশ্চয়তা এবং আপনাদের ফসলের ন্যায্যমূল্য। আমরা ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা নিয়ে প্রস্তুত। এই রূপরেখা বাস্তবায়িত হলে আপনাদের জীবনে ন্যায়বিচার, স্বচ্ছতা ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং চূড়ান্ত বিজয়েও আপনাদের সঙ্গেই থাকব।”
এ সময় ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হক মহাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা মতসজিবি দলের যুগ্ম আহবায়ক ইকরামুল হক ইকরামুল, জেলা ছাত্রদের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি খন্দকার আরিফ, সহ-সভাপতি আশিকুর রহমান, সদর উপজেলা যুবদলের সদস্য ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন, সোহাগ রহমান, রমজান আলী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহাবুব হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খাজা মহিউদ্দিন, হাসিবুল ইসলাম, মনসুর আলী, আব্দুর রহিম সহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



