দামুড়হুদা অফিস:
দামুড়হুদার হাউলী ইউনিয়নের রঘুনাথপুর ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা দলের এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহিলা দলের নেত্রী শ্যমলী খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।ধানের শীষের বিজয় নিশ্চিতের আহবান জানিয়ে তিনি তার বক্তব্য বলেন,চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করবেন।আমাদের সবাইকেই ঐক্যবদ্ধ হয়ে বাবু ভাইয়ের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে এই সংগ্রাম শুধু একজন প্রার্থীর নয়,এটি গণতন্ত্র তথা মানুষের অধিকারের লড়াই।
অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ,
উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া।
বিএনপি নেতা মোজাম্মেল হকের সঞ্চালনায়
উপস্থিত ছিলেন,হাউলি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইউসুফ আলী,সহ-সভাপতি মহিউদ্দীন,সাধারণ সম্পাদক নাফিজ আক্তার, যুগ্ম- সাধারণ সম্পাদক আব্দুল মালেক,
সাংঠনিক সম্পাদক কামরুজ্জামান,উপজেলা মহিলা দলের সদস্য সচিব বেবি খাতুন,মহিলা নেত্রী সালেহা বেগম উপজেলা বিএনপি’র নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল আলম,৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



