জীবননগরে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ


জীবননগর অফিস
জীবননগরে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে এসব টিউবওয়েল বিতরণ করা হয়। উপজেলার ৩০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে এই টিউবওয়েল বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন। তিনি দুস্থ পরিবারগুলোর মাঝে টিউবওয়েল বিতরণ করেন।
টিউবওয়েল বিতরণকালে প্রধান অতিথি বলেন, গ্রামের অসহায় মানুষের জন্য সুপেয় নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। এ জেলায় অনেকদিন ধরে কাজ করছে সংস্থাটি, রমজানের শুরুতে মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ফুড প্যাকেট বিতরণ করেছে, তাদের কাজগুলো প্রশংসনীয়। আগামীতে অসহায় মানুষের সেবায় এ ধরনের কাজগুলোকে অব্যাহত রাখা হোক এ প্রত্যাশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, দোস্ত এইডের ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ, রমজান, অনিমসহ আরও অনেকে।
উল্লেখ্য, এই টিউবওয়েল ও যাবতীয় মালামাল ফ্রি বিতরণের পাশাপাশি স্থাপনসহ পানি পানির উপযোগী করে দেয় দোস্ত এইড। দেশের বিভিন্ন জেলায় দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকল্প নিয়মিত করে যাচ্ছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি নামের সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *