আলমডাঙ্গার মেধাবী শিক্ষার্থী মতিউর রহমান স্বাধীন “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫”-এর জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। কর্তৃপক্ষ তাঁর এই মনোনয়ন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। তরুণ নেতৃত্ব এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর নিরবচ্ছিন্ন অবদান বিবেচনায় এনে তাঁকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।
মতিউর রহমান স্বাধীন দীর্ঘদিন ধরে শিক্ষা ও মানবকল্যাণভিত্তিক উদ্যোগ, তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি একাধিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষা উন্নয়ন, বিতর্কচর্চা, সাহিত্যচর্চা এবং দারিদ্র্য বিমোচনমূলক কাজে নেতৃত্ব দিয়ে আসছেন। শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পরিষদ কর্তৃক “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ” বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অনুকরণীয় অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে প্রতি বছর প্রদান করা হয়। পুরস্কারটির নামকরণ করা হয়েছে বাংলাদেশের মহান নেতা আবুল কাশেম ফজলুল হক (শেরে বাংলা) এর নামে, যিনি জনগণের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি



