চুয়াডাঙ্গা কোর্টমোড়ে ট্রাকের ধাক্কায় ভেঙ্গে পড়লো দোয়েল চত্বরের ভাস্কর্য, ট্রাফিক ছাউনি ক্ষতিগ্রস্ত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা কোর্টমোড় এলাকার দোয়েল চত্বরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ট্রাফিক ছাউনিতে স্থাপিত দোয়েলের ভাস্কর্যটি ভেঙে পড়েছে। সোমবার ভোররাতে মালবাহী ট্রাকটি ট্রাফিক আইল্যান্ডের উপর উঠে পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫ টার দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোয়েল চত্বরের ট্রাফিক ছাউনিতে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় চত্বরটিতে স্থাপিত দোয়েলের ভাস্কর্যটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সম্পূর্ণ ভেঙে পড়ে। রকি অটোর মা বাবার পরিবহনের এই ট্রাকটি নং- চুয়াডাঙ্গা-ট-১১-০৬৮৭।

তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দূর্ঘটনাস্থল থেকে ট্রাকটি সরিয়ে নেয়া হয়। গুরুত্বপূর্ণ এই মোড়ে এমন দুর্ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা চালকদের আরও বেশি সাবধানতা অবলম্বন করে যানবাহন চালানোর দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *