ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্বরণী বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পদ্মবিলা প্রতিনিধি

সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত কৈশোর কার্যক্রম তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ওয়েভ ফাউন্ডেশন চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফর সহোযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্বরনী বিদ্যাপীঠ হাইস্কুলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি রাকিব রায়হান।

বিশেষ অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জহির রায়হান, আব্দুস শুকুর, সোহরাওয়ার্দী স্বরনী বিদ্যাপীঠের  সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন আহমেদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *