স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে আটক করা হয়েছে। গতকাল রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ২ মাদকসেবিকে ২ মাসের কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২ জন মাদকসেবিকে ১ মাসের কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা এবং ১ জনকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলো- চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় চুনুরীপাড়ার খোকন(৬০), শ্রী প্রসাদ সরকার (৫০), আরোজ আলী (৪৫), রফিক (৪৫) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার শরিফুল ইলসাম(৩২)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ পিস বুপ্রেনরফিন ইনজেকশন ও ৫ গ্রাম গাঁজা।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ও এ. এস. এম. আব্দুর রউফ শিবলু এর নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: বদরুল হাসান চুয়াডাঙ্গা শহরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। গতকাল রবিবার দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত অভিযানে তাদেরকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করা হয়।



