বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফের গণসংযোগ ও পথসভা অব্যাহত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন শরীফুজ্জামান শরীফ। গতকাল রবিবার গণসংযোগকালে হঠাৎই জাফরপুর মোড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি পথসভায় রুপ নেয়। সাধারণ মানুষের অনুরোধে সেখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শরীফুজ্জামান শরীফ।

এ সময় তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নের সুফল তৃণমূল পর্যন্ত পৌঁছানোর জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ অত্যাবশ্যক। শহীদ জিয়াউর রহমান তাঁর ১৯ দফা কর্মসূচিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা বলেছিলেন। আমরা ৩১ দফায় সেই স্বপ্ন বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা দিয়েছি। তিনি ঘোষণা করেন, বিএনপি ক্ষমতায় এলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বশাসিত ও ক্ষমতাবান করা হবে, যাতে চুয়াডাঙ্গার উন্নয়ন আর ঢাকার নির্দেশে আটকে না থাকে।

শরীফুজ্জামান শরীফ বলেন, আমাদের গঠনতন্ত্র পরিষ্কার তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ঘরে ঘরে ধানের শীষের ভিত্তি গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। তারেক রহমানের নির্দেশনা হলো প্রতিটি ভোটারকে অনুপ্রাণিত করে এই স্থানীয় স্বায়ত্তশাসনের বার্তা পৌঁছে দেওয়া।

গণসংযোগকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হক মহাবুব জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, নবগঠিত মাকালডাঙ্গা ইউনিয়নের সভাপতি নূরগনী সামদানী, সিনিয়র সহ-সভাপতি  সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, যুগ্ম জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, শফিউল হক সালাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, রফিক, সদর উপজেলা যুবদলের সদস্য মনসুর আলী, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল হাসান, মহাসিন আলী, রোমেল, অলি, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদসহ ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *