আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার সিরাজনগরে সিরাজ সামজি বিশ্বজগত বিশ্ববিদ্যালয়ে মরহুম আ,ফ,ম সিরাজ সামজিসহ ৭ কবির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টার সময় আলমডাঙ্গা ফরিদপুর সিরাজনগর বিশ্বজগত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্টাতা মরহুম কবি আ,ফ,ম সিরাজ সামজি, কবি হামিদ হাসান, কবি ইবাদদ হোসেন, কবি আব্দুর রহমান, কবি মইনুল হাসান, কবি জোয়াদ আলী মন্ডল ও কবি আবুল কাশেম মাষ্টারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার। কবি গোলাম রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, হাটবোয়ালিয়া কলেজ এন্ড স্কুলের সহকারী অধ্যাপক আসিফ জাহান, কবি হাবিবুর রহমান, কবি সিদ্দিকুর রহমান, কবি টিনু, কবি ও চলচিত্রকার জন এফসহ অন্যান্য কবি ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। দোয়া পরিচালনা করেন মওলানা শহিদুল হক।



