স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র ও নজরুল সুকান্ত স্মরণোৎসব উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই অনুষ্ঠানটি আয়োজন করেন চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠন।
এসময় অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন নাট্যজন হারুন-অর রশীদ। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত ও সাংগঠনিক সংগীত পরিবেশনার মধ্যদিয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করা হয়।
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আলাউদ্দীন।
সভার শুরুতেই সাংস্কৃতিক অঙ্গনের গুণীজন সম্মাননা দেয়া হয়। এসময় সম্মাননা পান বাংলাদেশ বেতার শিল্পী আজহারুল ইসলাম, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা শিল্পী সেলিম আহমেদ, সাংস্কৃতিক সংগঠক ইউনুস আলী। এরপর অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অঙ্গন ও সাংস্কৃতিকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা করা হয়।
এছাড়াও অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৩ দিন সন্ধ্যা সাতটায় নাটক রথের রশি, নীলকুঠি ও অভিযান নাটক পরিবেশন করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, অরিন্দম একটি ঐতিহাসিক সাংস্কৃতিক সংগঠন। যেখানে সাংস্কৃতিক চর্চা হয়। তাই তরুণ প্রজন্মকে এই সাংস্কৃতিক অঙ্গনটা আদর্শ হয়ে থাকবে। এই সাংস্কৃতিক অঙ্গনে নতুন মুখ আসবে। তাতে করে দেশের সাংস্কৃতিক অঙ্গনটার আরোও পরিসর বাড়বে। তরুণ প্রজন্মকে তাদের নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য এবং দেশীয় শিল্পকলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সৃজনশীলতা এবং নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। অপসংস্কৃতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণদের সচেতন করতে হবে যাতে তারা ভুল পথে চালিত না হয়।
সাংস্কৃতিক অঙ্গনটা সাঁঝাতে হলে সব সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রত্যাশা করি আগামীতে অরিন্দম সাংস্কৃতিক সংগঠন দেশের সাংস্কৃতিক অঙ্গনকে একটা ভূমিকায় রাখবে। সভার শেষে আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা ভাসানী পরিষদের সভাপতি লিটু বিশ্বাস, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজীর আহম্মেদ, বিপ্লবি কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ওমর, উদীচির সাধারণ সম্পাদক আদিল হোসেন প্রমুখ।



