স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত ‘হ্যাচ ফ্যাচ’ নামের একটি রেস্টুরেন্ট থেকে আশীক (২১) নামের এক বাবুর্চির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে তার সহকর্মীরা রেস্টুরেন্টের তালা ভেঙে লাশটি উদ্ধার করে। পরে লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আশীক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের শ্রী জয় কুমারের ছেলে। তিনি গত ছয় মাস ধরে ওই রেস্টুরেন্টে রাধুনির কাজ করছিলেন। সে ওই রেস্টুরেন্টের ভেতরেই থাকতেন।
পুলিশ জানায়, তিনি গত ৩-৪ বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করেন। পরে তার নাম পরিবর্তন করা হয়। এরপর এক মুসলিম মেয়েকে বিবাহ করেন। তিনি ‘হ্যাচ ফ্যাচ রেস্টুরেন্ট’ এর ভিতরেই থাকতেন। তবে তার পরিবারের সদস্যরা গোপালগঞ্জে বসবাস করেন।
উদ্ধারকারী সহকর্মী মামুন বলেন, শেষবার সাড়ে ১২টার সময় আশীকের সঙ্গে ফোনে কথা হয়। এরপর বারবার ফোন দিলেও কোনো সাড়া পাইনি। পরে রেস্টুরেন্টে এসে জানালা দিয়ে দেখি, সে ঘরের ভেতর পড়ে আছে। পরে ঘরের দরজা ভেঙ্গে আশীশকে অচেতন অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুপুর ২টার দিকে আশীককে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তবে মৃত্যুটি স্বাভাবিক মনে হয়নি। বিষয়টি সংশিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তার হাতে ব্লেড দিয়ে একাধিক কাটার চিহৃ রয়েছে। যেহেতু লাশের মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



