মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীর যুগিরগোফা গ্রামে গনি শাহ্’র মাজারে ভাংচুর ও লুটপাট চালিয়েছে দৃর্বৃত্তরা। গত বৃহষ্পতিবার দিবাগত রাতের কোন এক সময় এ ভাংচুর চালানো হয়। দুর্বৃত্তরা মাজারের বাঁশের তৈরী বেষ্টনী ভেঙ্গে ফেলে মাজারেরা দুটি গিলাফ (চাদর) নিয়ে যায় ও দান বাক্সটি পাশের খালে ফেলে রাখে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও গাংনী থানা পুলিশ।
মাজারের ভক্তবৃন্দরা জানান, রাতে মাজারে শিরনী দেয়ার পর তারা সেখান থেকে চলে যায়। সকালে এসে তারা মাজারের ভাংচুর লুটপাট দেখতে পান। যখন ভাংচুর হয় তখন তারা কেউ সেখানে ছিলেন না। দুর্বৃত্তরা মাজারে টাঙ্গিয়ে রাখা ফুলের মালা ও বাশের রেলিং তছনছ করে গিলাফ নিয়ে গেছে। এবং দান বাক্সটি পাশের খালে ফেলে রেখেছে।
সংবাদ পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন ও গাংনী থানা পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের একটি টীম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
এবিষয়ে মেহেরপুর জেলা পুলিশের মুখপত্র সহকারী পুলিশ সুপারের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।



