আলমডাঙ্গার জহুরুল নগরে জামায়াতের ইনসাফ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার জহুরুল নগরে জামায়াতের ২০১ সদস্য বিশিষ্ট ইনসাফ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জহুরুল নগর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভাটি জনসমাবেশে পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
এসময় মাসুদ পারভেজ রাসেল বলেন, ‎ক্ষমতায় না গেলেও জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। ব্রিটিশরা উন্নয়নের কথা বলে এদেশ শাসন করতে এসেছিল, কিন্তু তারা সম্পদ লুণ্ঠন ও এদেশের মানুষের ওপর যুলুম-নির্যাতন ছাড়া কিছুই করেনি। পাকিস্তান আমলেও বৈষম্য চলেছে— পশ্চিম পাকিস্তানিদের সব দিক দিয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার পরেও শাসকেরা দেশের কল্যাণের চেয়ে নিজেদের ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দিক থেকে ভিন্ন। ক্ষমতায় না থেকেও জামায়াতে ইসলামী দেশের মানুষের  কল্যাণ, ন্যায়বিচার ও জনসেবার কাজে সবসময় অগ্রণী ভূমিকা রেখে আসছে। আমরা চাই, জনগণ এবার সিদ্ধান্ত নিক— ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা বিশ্বাস করি, ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের মাধ্যমেই দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব। আপনারা যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় সহায়তা করেন, তাহলে আমরা এই পিছিয়ে পড়া এলাকাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবো। রাস্তাঘাট,  চিকিৎসা, শিক্ষা ও কৃষির উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাগদাহ ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নজরুল ইসলাম।  সে সময় অনুষ্ঠানে উজির হোসেনকে সভাপতি করে ২০১ সদস্য বিশিষ্ট ইনসাফ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা সেক্রেটারি মামুন রেজা, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা এইচআরডি সম্পাদক আবু রায়হান, আলমডাঙ্গা উপজেলা সভাপতি আক্তারুজ্জামান, নাগদাহ ইউনিয়ন আমীর রিপন বিশ্বাস, ইউনিয়ন সেক্রেটারি তুহিন আলীসহ বিভিন্ন দায়িত্বশীল, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *