স্টাফ রিপোর্টার
‘তারেক রহমানের নির্দেশ—আমাদের অর্থনৈতিক পরিকল্পনা হবে জনমুখী, যেখানে মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। চুয়াডাঙ্গার কৃষক, শ্রমিক, ব্যবসায়ী—সকলেই ধানের শীষে ভোট দিয়ে এই অর্থনৈতিক মুক্তির আন্দোলনে শরিক হোন।’ বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে হায়দারপুর মোড়ে ধানের শীষের পক্ষে প্রচারণাকালে পথসভায় এসব কথা বলেন বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ।
ইউনিয়ন বিএনপির আয়োজনে পথ সভায় যোগ দিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজ দেশের মানুষ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা। এই সমস্যা কেবল সাময়িক নয়, এটি অর্থনীতির ভঙ্গুরতার লক্ষণ। আমাদের ১০ দফা দাবির মধ্যেও এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি ছিল সর্বোচ্চ গুরুত্বের।’ তিনি আরও বলেন, “৩১ দফায় আমরা একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠনের অঙ্গীকার করেছি। এই কমিশন কঠোর হাতে সিন্ডিকেট ও বাজার কারসাজি ভেঙে দেবে। ভিশন ২০৩০ অনুযায়ী, আমরা কেবল প্রবৃদ্ধি বাড়াব না, বরং সেই সম্পদ যেন সুষমভাবে বণ্টিত হয় এবং ধনী-দরিদ্রের বৈষম্য কমে আসে, তা নিশ্চিত করব।”
তিনি স্মরণ করিয়ে দেন, “শহীদ জিয়াউর রহমান তাঁর ১৯ দফা কর্মসূচিতে দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতকে উৎসাহ দেওয়ার কথা বলেছিলেন। আমরা সেই পথেই হাঁটব।’
এ সময় শরীফুজ্জামান শরীফ গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আজ আপনাদের এই পথে দাঁড়িয়েছি শুধু ভোট চাইতে নয়, আপনাদের দুঃখের কথা শুনতে। আপনারা বলুন, একজন কৃষক হিসেবে সারের ন্যায্য দাম পান? একজন শ্রমিক হিসেবে কি কাজ করে ঘরে দু’বেলা শান্তি পান? বিদ্যুতের বিল দিতে আর বাজারে চাল-ডালের দাম দেখে কি আপনাদের রাতের ঘুম উড়ে যায় না? এই যে কষ্ট, এই যে যন্ত্রণা—এটাই হলো দুঃশাসনের ফসল! আমরা এই অবস্থার পরিবর্তন চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর ১৯ দফা কর্মসূচিতে এই গ্রামের মানুষের আত্মনির্ভরশীলতার কথাই বলেছিলেন। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ পরিষ্কার—এই গ্রামের প্রতিটি মানুষের হাতে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা হলো এদেশের গ্রামের সহজ সরল পা ফাটা মানুষের মুক্তির সনদ।’
হায়দার মোড়ে পথসভা শেষে ওখান থেকেই পায়ে হেঁটে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেন বিএনপির নেতা মোঃ শরীফুজ্জামান শরীফ। এরপর খেজুরা, নফরকান্দী, হোগলডাঙ্গা, নিমতলা, কুশোডাঙ্গা, পিরোজখালি, বুইচিতলা এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:শরীফুজ্জামান শরীফ। এসময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মহাবুব, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা,জেলা যুবদল সহ-সভাপতি হাফিজ উদ্দিন হাবলু, সহ-সাধারন সম্পাদক শফিকুল হক সালাম, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, পদ্ববিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোবর জোয়ার্দার হিমু,সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক মাসুদুর রায়হান কাজল, যুগ্ম সম্পাদক আজিবর মেম্বার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, যুগ্ম সম্পাদক নাইম আহমদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহাবুব হক সহ ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
পদ্মবিলা ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান শরীফ
