গাংনীতে বিএডিসি ডিলারের সার জব্দ-ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে বিএডিসি ডিলারের সার খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিভিন্ন স্থানে পাচারকালে সার জব্দ করে বিজিবি। পরে ভ্রাম্যমান আদলতে পাচারকারী আব্দুস সামাদ নামের একজনের ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাথুলী সীমান্তে ভ্রাম্যমান আদলত পরিচালনা করে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন।
ভ্রাম্যমান আদলত সুত্রে জানাগেছে, শ্যালোইঞ্জিন চালিত যানবাহন আলমসাধু গাড়িতে ১৫ বস্তা টিএসপি সার পাচার হচ্ছে সন্দেহ হলে লোকজন স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যদের খবর দেয়। এসময় প্রকৃত চাষী ছাড়া এভাবে সার বহন করায় গাড়িটি আটক করেন বিজিবি সদস্যরা। পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সার ব্যবস্থাপনা সংশোধন আইন ২০১৮ এর ৮(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় রামকৃষ্ণপুর ধলার মৃত আফতাব আলীর ছেলে খুচরা সার ব্যবসায়ী আবু সামাদকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই সাথে উদ্ধার হওয়া ১৫ বস্তা সার কৃষি অফিসের সহযোগিতায় জব্দ করা হয়। যা পরবর্তীতে স্থানীয় ডিলারদের মাধ্যমে কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হবে বলে আদেশ দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *