মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়। তিন মাসে মোট ৯৬টি মামলা গ্রহণ করা হয় এবং নিষ্পত্তি করা হয় সমপরিমাণ মামলা। এ সময়ে মোট ১১ লক্ষ ৩০ হাজার টাকা অর্থ আদায় হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষদের মধ্যে বিতরণ করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, বামন্দী ইউপি প্যানেল চেয়ারম্যান শাহ আলম। এসময় গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নিবার্হী অফিসার আনোয়ার হোসেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে বলেন, গ্রাম আদালত কার্যক্রমকে আরও সক্রিয় করতে হবে, যাতে সাধারণ জনগণ ন্যায়বিচার পেতে পারে এবং উচ্চ আদালতের মামলার চাপ কমে। সভা পরিচালনা করেন গাংনী উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তার।
গাংনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত



