মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাংনী উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও আসন্ন জাতীয় নির্বাচনী বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এবং মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের রাজনৈতিক কর্মকান্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি কাউসার আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, আমজাদ হোসেন দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকার পর এখন পুনরায় মাঠে নেমে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখছেন, যা দলীয় নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবেন না। যিনি এক সময় রাজনীতি থেকে সরে গিয়েছিলেন, তার কাছে এখন আর ধানের শীষের প্রতীক নিরাপদ নয়। আমজাদ হোসেন ধানের শীষের যোগ্য প্রার্থী নন এবং ভবিষ্যতে তাকে কোনোভাবেই মনোনয়ন দেওয়া উচিত নয়। সভায় সংগঠনের বর্তমান কমিটিকে নিজেদের ঐক্য ও তৃণমূল পর্যায়ের নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহবান জানানো হয়।