মেহেরপুর গাংনী
মেহেরপুরের গাংনীতে ২৭ পিস ইয়াবাসহ জামিরুল (৪৫) নামের এক মাদককারবারীকে আটক করেছে র্যাব। বুধবার (২২ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব -১২, সিপিসি-৩ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়াপুকুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ২৭ পিস ইয়াবাসহ আসামিকে আটক করা হয়।
আটক জামিরুল জোড়পুকুরিয়া গ্রামের মৃত. শাহাদৎ হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা অন্য এলাকা হতে ক্রয় করে এনে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে মর্মে স্বীকার করেন।
র্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের পূর্বক আসমীকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।



