মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১৩ বাংলাদেশী নারী-পুরুষ আটক, মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১৩ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক ৫ টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ৫ জন পুরুষ ও ২ জন শিশু।  এছাড়া আরো দুটি অভিযানে ভায়াগ্রা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

               ৫৮ বিজিবি গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলা  নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/এমপি এর নিকট  নতুনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫০৭ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১২ টার দিকে জীবননগর উপজেলা  মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭০/৫-এস এর কাছে  মাধবখালী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

               অপরদিকে গত সোমবার বেলা ৪ টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর এর নিকট খোসালপুর গ্রামে টহল পরিচালনা করে। এ সময়  অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে  খোসালপুর বিওপি’র  সীমান্ত পিলার-৬০/৭৪-আর এর নিকট  খোসালপুর গ্রামে নিয়মিত টহল পরিচালনা করে।  এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময়  ২ জনকে আটক করা হয়।  এর মধ্যে ১ জন নারী ও ১জন পুরুষ। আটক পুরুষ সদস্য জাহাঙ্গীর আলম তপাদার  শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মাদবরকান্দি গ্রামের রাজ্জাকের ছেলে।

এদিকে একই দিন সান্ধ্য ৬ টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর এর নিকটে  বাঘাডাঙ্গা গ্রামে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময়  ২ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। আটক  তাপস ভক্ত(২৯), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়া গ্রামের  শ্যামল ভক্তের ছেলে।

রাত সাড়ে ৭ টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র  সীমান্ত পিলার-৬০/৫২-আর এর কাছে  কুমিল্লাপাড়া গ্রামে টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ২ জনকে আটক করা হয়।  এদের অজয় বাড়ৈ (১৮) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহুগ্রামের  পংকজ বাড়ৈর ছেলে।

               অপরদিকে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত-৬০/১০৫ আর এর নিকট খোশালপুর গ্রামে টহল পরিচালনা করে। এ সময়  অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৫ জনকে আটক করা হয়। এর মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু রয়েছে। আটক পুরুষ সদস্যরা মাগুরা জেলার নিলয় কুমার জোয়ার্দার (১৯) ও  রিপন দাস (৩২)। আটককৃতদের  মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *