আলমডাঙ্গায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস

যুব ফোরামের উদ্যোগে খুলনা বিভাগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫” অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে দ্বিতীয় দিনের কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটি সভাপতি আসাদুজ্জামান লিমন এর নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে খুলনা বিভাগের ১০ জেলায় চলছে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি। যুব ফোরাম এর সভাপতি আসাদুজ্জামান লিমন বলেন, সবুজ-সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্য নিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। জলবায়ুর প্রভাব মোকাবিলায় সবাইকে একত্রে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা আজিজুর রহমান, এছাড়া উপস্থিত ছিলেন যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক ঈশান বাবু, যুগ্ম সম্পাদক তানিয়া আফরোজসহ অন্যান্য সদস্যবৃন্দ। প্রধান অতিথি ড. মফিজুর রহমান বলেন, যুব ফোরামের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। এমন মহৎ কাজের জন্য সভাপতি আসাদুজ্জামান লিমন সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। যুব ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় খুলনা বিভাগের প্রতিটি জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *