স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু’র পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু’র পক্ষে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবু খানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান কেডিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিউল আলীম। এ সময় বিএনপি’র অগ্রজাত্রায় দলের প্রতি আস্থা রাখার তাগিদ জানান তারা। উঠান বৈঠকে আরো উপস্থিত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



