চুয়াডাঙ্গা-মেহেরপুর সীমান্তে বিজিবি অভিযানে এক সপ্তাহে ১৬ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত  জুড়ে চলেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর সাঁড়াশি অভিযান। এরই অংশ হিসেবে  গত ১২ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সাতদিনে পরিচালিত অভিযানে ১৬ লক্ষ ৮ হাজার ১৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নকারী মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে নিয়মিত টহল ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযানগুলো পরিচালিত হয়েছে। দর্শনা আইসিপি, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, বুড়িপোতা, বাজিতপুর ও ইছাখালি সীমান্তে বিজিবির এই সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। যার মধ্যে রয়েছে সমাজের জন্য ক্ষতিকারক নেশাজাতীয় দ্রব্য—যেমন ১৫ গ্রাম হেরোইন, ১২৫ বোতল মদ, ৬০ বোতল ফেন্সিডিল, ৬।কেজি ৪ গ্রাম  গাঁজা, ২ হাজার ৪৫০ পিছ নেশা জাতীয় ট্যাবলেট ও ৫৯২ পিছ সেনেগ্রা ট্যাবলেট। এছাড়াও  জব্দ করা হয়েছে ৬১ পিস ভারতীয় শাড়ি, ৩২৫ পিস কসমেটিক্স, ৩টি মোবাইল ফোন, ২৭ কেজি পেঁয়াজের বীজ, ১ হাজার ৩৭০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৫২ প্যাকেট আতশবাজি এবং ১৪ বোতল কীটনাশক।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সীমান্তজুড়ে দীর্ঘদিন ধরে সক্রিয় চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবি তার গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করেছে এবং অনুপ্রবেশের সম্ভাব্য স্থানগুলোতে নিবিড় নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *