৭ দফা দাবিতে চুয়াডাঙ্গায় শিক্ষক ফেডারেশনের শিক্ষা সংস্কার ও শিক্ষকদের বিরাজমান সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা বারবার স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ৭ দফা দাবিতে চুয়াডাঙ্গায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষা সংস্কার ও শিক্ষকদের বিরাজমান সমস্যা সমাধানে অন্তর্বর্তী কালীন সরকার প্রধান ও মাননীয় শিক্ষা উপদেষ্টা বারবার স্মারকলিপি প্রদান করেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সামাবেশ শেষে চুয়াডাঙ্গা  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে বলা হয়, স্বাধীনতাত্তোর বিভিন্ন সময়ে ক্ষমতাসীন সরকারের উদাসীনতা, বিশেষ গোষ্ঠীর অপতৎপরতা এদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি, শিক্ষা সহায়ক পরিবেশ ও শিক্ষা ক্রমের সুষ্ঠ বিকাশ কে বাঁধাগ্রস্ত  করেছে। একদিকে পাশ্চাত্য সভ্যতার আগ্রাসন এবং অপরদিকে ভারতীয় আধিপত্যবাদের প্রভাব এ দেশের নিজস্ব শিক্ষা কাঠামো  তৈরিতে  অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বিগত পতিত ফাঁসিবাদী  সরকার ২০১০ সালে একটি ফ্যাসিবাদি শিক্ষা নীতি প্রণয়ন করে ২০২২সাল থেকে শিক্ষাক্রমে বাস্তবায়ন শুরু করে। স্বাধীনতার পর থেকে একটি টেকসই যুগোপযোগী শিক্ষা নীতিমালা ও কারিকুলাম প্রণয়ন ছিল একটি মৌলিক কাজ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বিপ্লব পরবর্তী মানুষের চাহিদা, আশা-আকাঙ্ক্ষা ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের তাগিদে উক্ত সংস্কার প্রস্তাব ও দাবীসমূহ উপস্থাপন করছে। শিক্ষক ফেডারেশন আশা করে, এই সংস্কার প্রস্তাব গৃহীত হলে শিক্ষা ব্যবস্থার মৌলিক ক্রুটি দূর হবে, যা যোগ্য সৎ  দক্ষ আদর্শ দেশ প্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখবে।

স্বারকলিপি প্রদানের বেসরকারি শিক্ষক কর্মচারীদের দাবিসমূহ বাড়ি ভাড়া ৪৫% করতে হবে, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা দিতে হবে, শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে, প্রস্তাবিত ১০৮৯ ইবতেদায়ি মাদরাসা এমপিওভূক্ত করতে হবে, নন-এমপিও শিক্ষকদের চাকুরি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে, অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে, স্বৈরাচারী সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি আজিজুর রহমান, জেলা সেক্রেটারি শফিউল আলম বকুল, সহ-সভাপতি  জহুরুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের মাধ্যমিক বিভাগের সভাপতি আমিনুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ প্রাথমিক বিভাগের সভাপতি মাসুদ রানাসহ  ৫০০ জন সংগঠনের শিক্ষকবৃন্দ উপস্থিতি ছিলেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *