স্টাফ রিপোর্টার
অবৈধভাবে সার বিক্রি ও খাবার খোলা রেখে বিক্রি করায় চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ বাজারের ৫ ব্যবসায়ীকে ৬৬ হাজার জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুর দেড় টার দিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগজ্ঞ ও আমিরপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে সার-বীজ, ঔষধ ও কয়েকটি হোটেল তদারকি করা হয়।
এ সময় খাবার খোলা রাখার কারণে মেসার্স বিসমিল্লাহ হোটেল ৩ হাজার টাকা , মেসার্স মুক্তা মিষ্টি হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সার বিক্রি করায় মেসার্স মোস্তফা ট্রেডার্সকে ২০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও মেসার্স ব্রাদার্স ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৫ ব্যবসায়ীকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় বাজারের অন্যান্য দোকানীদের পন্যের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, সার/কীটনাশক ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন ঔষধ/বীজ/সার বিক্রয় না করার জন্য নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সহযোগিতায় ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, ও পুলিশের একটি টিম।